বিকেলের স্ন্যাকসে কফির সঙ্গে চিকেন ড্রামস্টিক থাকলে মুখে হাসি ফোটে সকলের মুখেই। জেনে নিন একটু অন্য স্বাদের লেমন চিকেন ড্রামস্টিকের রেসিপি।
কী কী লাগবে-
চিকেন ড্রামস্টিক-৪টে
লেবু-২টো বড়
সেজ পাতা-৩টে
অরিগ্যানো-১ চা চামচ
রোজমেরি-৩ টেবিল চামচ(কুচনো)
থাইম-২ চা চামচ
রসুন-১ কোয়া
নুন-১ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো-১ চিমটি
একস্ট্রা ভার্জিন অলিভ অয়েল-৩/৪ কাপ
জল-১/ কাপ
Recipe:
ম্যারিনেড করার সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। এই মিশ্রণে চিকেন ড্রামস্টিক ম্যারিনেড করে জিপ লক ব্যাগে ভরে ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। বাকি ম্যারিনেডও ভরবেন ব্যাগে।
ফ্রিজ থেকে বের করে ৩৫০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করা ওভেনে ৩০ মিনিট চিকেন ড্রামস্টিক বেক করে নিন।
Materials -
Chicken drumsticks -4 Tay
Tow of lemon II
Sage leaves -3 Tay
-1 Teaspoon arigyano
-3 Tablespoons of rosemary (kucano)
Thaima II teaspoon
KwaZulu garlic -1
-1 Teaspoon salt
-1 Pinch of red chili powder
Ekastra virgin olive oil 3/4 cup
Water 1 / cup
Recipe:
Blend all the ingredients together to myarineda. Chicken drumsticks myarineda zip lock bag filled with this mixture in the refrigerator for two hours of the day. Myarinedao fill the rest of the bag.
Out of the refrigerator for 30 minutes at 350 ° C pre-heat the oven baked chicken drumsticks choose.
0 comments:
Post a Comment