মে ক্লান্তি দূর করতে ফ্রুট পাঞ্চের জবাব নেই। ক্লান্তি যেমন দূর হবে, শরীরের পক্ষে তেমনই ভাল ফ্রুট পাঞ্চ।
কী কী লাগবে-
অরেঞ্জ জুস-২ ক্যান(ফ্রোজেন)
লেমোনেড-২ ক্যান(ফ্রোজেন, ঘন)
পাইনাপল জুস-১ ক্যান
লাইম সোডা-১ লিটার
স্ট্রবেরি-২ পিন্ট
চিনি-৩ কাপ
জল-৩ কাপ
কীভাবে বানাবেন-
অরেঞ্জ জুস, লেমোনেড ও পাইনাপল জুস একসঙ্গে ভাল করে নেড়ে মিশিয়ে নিন। এবারে জল ও চিনি একটা সসপ্যানে একসঙ্গে ফুটিয়ে নিন। ৫ মিনিটের মধ্যে চিনি ভাল করে গলে মিশে যাবে। ঠান্ডা করে এই সিরাপ ফ্রুট জুসের সঙ্গে মিশিয়ে নিন। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।
পরিবেশন করার সময় একটা পাঞ্চ বাটিতে ঠান্ডা ফ্রুট জুস ঢেলে সোডা মিশিয়ে নিন। ওপরে স্ট্রেবেরি ফ্লোট করে পরিবেশন করুন।
English
Materials -
Two cans of orange juice (frozen)
Lemoneda II cans (frozen, dense)
Painapala juice cans -1
1-liter soda lime
Strawberries II pinta
-3 Cups sugar
-3 Cups water
How to made?
Orange juice, juice painapala lemoneda and shake and mix well together. Now boil the water and sugar together in a saucepan. 5 minutes to melt the sugar can mix well. This syrup is mixed with cold fruit juice. And keep in refrigerator to cool.
Fruit juice is poured into a punch bowl to serve cold soda mixed. Float on the streberi serve.
0 comments:
Post a Comment